Title
আপনার জন্য উপযুক্ত সর্বজনীন পেনশন স্কিমে অংশ নিয়ে ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করুন।
Details
একটি উন্নত রাষ্ট্রকে কেবল জিডিপি’র প্রবৃদ্ধি, জিডিপি’র আকার ও জনগণের মাথাপিছু আয় দ্বারা সংজ্ঞায়িত করা যায় না। নাগরিকদের সামাজিক ও আর্থিক নিরাপত্তাও উন্নত রাষ্ট্রের অন্যতম নিয়ামক হিসেবে বিবেচিত হয়ে থাকে।
বৈষম্যহীন সামাজিক কাঠামোয় সকল নাগরিকের বিশেষ করে
বয়স্ক জনগোষ্ঠীর আর্থিক সুরক্ষা নিশ্চিতকল্পে মাননীয় প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশন স্কিম প্রবর্তন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর এ উদ্যোগ বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী জনকল্যাণমূখী পদক্ষেপ, যা সকল নাগরিকের অবসরকালীন আর্থিক মুক্তির সনদ হিসেবে বিবেচিত হবে।
মাননীয় প্রধানমন্ত্রীর ২০৪১ সালের উন্নত ও স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আজই নিবন্ধন করুন আপনার পছন্দমত যেকোন একটি সর্বজনীন পেনশন স্কিমে। ভিজিট করুনঃ
https://www.upension.gov.bd/Public/Packages?fbclid=IwAR1gQ_F78UsoC-f9foF_m8IwSSmXVws99WfqUDn_9ayRS6TM68opw3Azj-8