বিস্তারিত
ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক' এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা ভূমি অফিস নাগেশ্বরী, কুড়িগ্রাম কর্তৃক আয়োজিত ভূমি সেবা সপ্তাহ- ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান, র্যালি ও ভূমি বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব সিব্বির আহমেদ, সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার ও আরো অনেক মান্যগণ্য ব্যক্তি।
অদ্য শনিবার (৮ জুন) থেকে আগামী ১৪ জুন পর্যন্ত উপজেলা, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে এই কর্মসূচি চলবে। ভূমি
সংক্রান্ত সেবাগুলোর মধ্যে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ, খতিয়ান প্রদানসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা দেয়া হবে। শতভাগ হয়রানি, ভোগান্তি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা।
সবাইকে ভূমি বুথে সেবা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।